ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এ অভিযোগ করেন।
অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক (র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন পরিচালক) জিয়াউল আহসান ও র্যাব-৮-এর তৎকালীন ক্যাম্প কমান্ডার মেজর রাশেদের নামও রয়েছে। এ ছাড়া চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অভিযোগ দায়েরের পর লিমন সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে চাইলেও সব অপরাধীকে আসামি করতে পারেননি। র্যাবকে ‘সন্ত্রাসী’ সংগঠন উল্লেখ করে এই বাহিনী বিলুপ্তির দাবি করেন তিনি। সেই সঙ্গে দ্রুত বিচার এবং আইন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেন।
লিমন হোসেন বলেন, ১৩ বছর অনেক আকুতি-মিনতি করেছি ন্যায়বিচারের জন্য। তখন ন্যায়বিচারতো পাইনি বরং অনেক হয়রানির শিকার হতে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বারস্থ হয়েছি ন্যায়বিচারের জন্য।
এদিকে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি (তদন্ত) জাকির হোসেনসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছিল–একজন তরুণকে আহত অবস্থায় উদ্ধার করে যখন তাঁর সহকর্মী নিয়ে যাচ্ছিলেন, তখন সেই ছেলেটিকে কাছে গিয়ে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করা হয়েছিল। সেটা হচ্ছে যাত্রাবাড়ী থানার তদানীন্তন ওসি জাকির হোসেন। তিনি এখন পলাতক। জাকির হোসেনসহ চার পুলিশ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি—এ রকম চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’
জিয়াউল আহসানের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘অসংখ্য হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।’ তিনি বলেন, জিয়াউল আহসান ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার আছেন। তাঁকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে আদালত অনুমতি দিয়েছেন বলে জানান তিনি।