Ajker Patrika
হোম > জাতীয়

দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫ জনে। আর রোগী শনাক্ত দাঁড়াল ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

যেখানে গতকাল এক দিনে ৬ জনের মৃত্যু এবং ১৯৭ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। যেখানে গতকাল এ হার ছিল ১ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৮৪৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী। এই সময়ে ঢাকা বিভাগে দুজন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে কোভিড রোগী মারা গেছেন। 

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটের শঙ্কা

কারাগারে বন্দীর চাপ ধারণক্ষমতার দ্বিগুণ

৬০ প্রকল্পের শত ঠিকাদার টাকা তুলে নিয়ে উধাও

খাদ্যের রেকর্ড মজুতে স্বস্তি

নৌপথে ইউরোপযাত্রায় বাংলাদেশিরা শীর্ষে

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে বৈঠক চলছে

আড়ি পাতার আইনে ‘আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড’ আনার নির্দেশনা

থ্রি সিক্সটি গ্রুপের অর্থ পাচারের অভিযোগ নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

মতবিরোধের কেন্দ্রে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান মনোনয়নে ‘র‍্যাঙ্কড চয়েস ভোটিং’

বিনা অনুমতিতে আমাকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ করছি: নূরুল কবীর