Ajker Patrika
হোম > জাতীয়

সময়মতো বেতন-ভাতা পরিশোধ না করায় ১২ পোশাক কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সময়মতো বেতন-ভাতা পরিশোধ না করায় ১২ পোশাক কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করায় ১২টি পোশাক কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি আরও জানান, আজ ২৫ মার্চ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

শ্রম উপদেষ্টা আরও বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে।

শ্রম উপদেষ্টা বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা বেতন ভাতা পরিশোধ করতে পারছেন না, তাঁদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব।’

তবে কোন কোন কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে তথ্য জানাননি শ্রম উপদেষ্টা।

৭ মহানগরে কখন কোথায় হবে ঈদের জামাত

নির্বিঘ্ন যাত্রায় স্বস্তিতে বাড়ির পানে মানুষ

ভোলা ও চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে রোববার ঈদ

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

সৌদি আরবে কাল ঈদ

চীন সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস

চীনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে দেখা জরুরি: ড. ইউনূস

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মরতরা

চট্টগ্রাম–কুনমিং সরাসরি ফ্লাইট চালু হচ্ছে, কমবে চিকিৎসা খরচ

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভূমিকম্পের ঝুঁকিতে: ফায়ার সার্ভিস