ঢাকা থেকে তারাকান্দাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে অবৈধভাবে টিকিটবিহীন যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আজ রোববার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়—রোববার রাজধানী ঢাকা থেকে তারাকান্দাগামী ৭৩৫ / ৭৩৬ অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ঠিকাদার মেসার্স টিপ টপ ক্যাটারারর্স এর ম্যানেজার টাকার বিনিময়ে খাবার গাড়িতে অবৈধভাবে টিকিটবিহীন যাত্রী ওঠায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তারা উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজারসহ জড়িতদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত ট্রেনের খাবার গাড়ি বন্ধ রাখতে এবং সেখানে যেন টিকিটবিহীন কোনো যাত্রী আরোহণ করতে না পারে, সে দিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।