হোম > জাতীয়

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ আটকে দিয়েছে বিজিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১৯: ২৩
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখার বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত যে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল, তাতে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে সচিবালয়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাঁরা ভারতের হাইকমিশনারকে দু-এক দিনের মধ্যে ডাকবেন। ভারতের বেড়া নির্মাণ বন্ধ করতে শক্ত অবস্থানে থাকবে বিজিবি। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাটের দহগ্রামসহ পাঁচ স্থানের বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল। সেই সব চুক্তি পুনর্বিবেচনার আবেদন করা হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে অনেকগুলো মিডিয়া। এখন ছোট কোনো ঘটনা হলে বড় করে দেখানো হয়। এ কারণে যেখানেই ঘটনা ঘটছে, দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ছে। তবে পরিস্থিতির চরম অবনতি হয়নি।

বগুড়া বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনী প্রধান, দ্রুত চালুর আশ্বাস

শুল্ক ও ভ্যাট বাড়ায় ‘ম্যাসিভ’ প্রভাব পড়বে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সাবেক এমপি হেনরীর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

সীমান্তে উসকানি থেকে বিরত থাকতে দিল্লিকে ঢাকার পরামর্শ