ইসির যুগ্ম সচিব মনিরুজ্জামানকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৯: ১৭

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মনিরুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২৮ অক্টোবর অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এর আগে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান, এনআইডি অনুবিভাগের পরিচালক মো. ফরহাদ হোসেন, ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান ও নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমকে ওএসডি করা হয়।

দ্বৈত নাগরিক মন্ত্রী-এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

নতুন ১০ সৌরবিদ্যুৎ প্রকল্পেও আ. লীগের সুবিধাপ্রাপ্তরা এগিয়ে

তদবির আমলে না নিয়ে একান্ত সচিবকে জানাতে বললেন উপদেষ্টা নাহিদ

২০২৫ অথবা ২৬, নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সীমার কথা বললেন প্রধান উপদেষ্টা