নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগামী ২৯ মে থেকে সৌদি আরবে বিমানের ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য নিকটস্থ বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।