হোম > জাতীয়

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন আগামী বছরের শেষে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে আজ সোমবার তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, ‘তৃতীয় টার্মিনালের কাজের অনেক অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত অগ্রগতি হয়েছে ৩৪ শতাংশ কাজ। প্রত্যাশিত কাজের চেয়ে ১ দশমিক ৯ শতাংশ কাজ বেশি হয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব। ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম। আগামী বছর সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে আমরা উদ্বোধন করতে পারব। এটা দেশের মধ্যে একটি যুগান্তকারী প্রকল্প। টার্মিনালের কাজ শেষ হলে আমরা চাইব বিশ্বমানের যাত্রীসেবা নিশ্চিত করতে। অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে এখন হয়তো ভালো মানের যাত্রীসেবা নিশ্চিত করা সম্ভব হয় না।’

করোনা মহামারির সময়ও টার্মিনালের কার্যক্রম বন্ধ ছিল না জানিয়ে মাহবুব আলী বলেন, ‘করোনার কারণে সারা বিশ্বে প্রতিটি জায়গায়, প্রতিটি কাজে প্রতিবন্ধকতা ছিল। পৃথিবীর সমস্ত কাজ বন্ধ ছিল। তবে আমরা গর্ব করে বলতে পারি, তৃতীয় টার্মিনালের কাজ একদিনের জন্যও বন্ধ হতে দিই নাই। আমরা আমাদের বিমানবন্দরকে এমন ভাবে সাজাব, যাতে যেকোনো পর্যটক বা বিদেশি অতিথি দেশে আসলে অনুধাবন করতে পারে বাংলাদেশের অগ্রগতির চিত্র।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মালেক প্রমুখ। 

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট