Ajker Patrika
হোম > জাতীয়

ডিআইজি হলেন ৫ পুলিশ সুপার, পদায়ন ডিএমপিতে 

অনলাইন ডেস্ক

ডিআইজি হলেন ৫ পুলিশ সুপার, পদায়ন ডিএমপিতে 

পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়ে সংখ্যাতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন পাঁচ পুলিশ কর্মকর্তা। তাঁদেরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত মহাপরিদর্শক (সুপার নিউমারারি) পদমর্যাদার দুজন এবং পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হাসান মো. শওকত আলীকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার মো. মাসুদ করিমকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। ডিএমপির উপকমিশনার খোন্দকার নজমুল হাসানকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। আর ডিএমপির উপকমিশনার মো. ইসরাইল হাওলাদারকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং ডিএমপির উপকমিশনার ফারুক আহমেদকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত মহাপরিদর্শক সুপার নিউমারারি) এ কে এম হাফিজ আক্তারকে ঢাকায় শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিনকে (অতিরিক্ত মহাপরিদর্শক) ঢাকায় ট্যুরিস্ট পুলিশে এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিবুর রহমানকে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

গুমের দায় ব্যক্তির, বাহিনীর নয়: কমিশন

কর্মিসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বিএনপি নেতাকে বহিষ্কার

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

১৭৫২টি গুমের অভিযোগ জমা পড়েছে: কমিশনের সভাপতি

পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে: গুম কমিশন

ভারতের কারাগারে বন্দী ১০৬৭ বাংলাদেশির তালিকা পাওয়া গেছে: গুম সংক্রান্ত কমিশন

মশার দাপটে অসহায় জনজীবন

অরক্ষিত মহাসড়ক, কমেছে রাতের বাসের যাত্রী

ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন: ইইউকে ইউনূস

বেওয়ারিশ লাশ যেন আর না থাকে: প্রধান উপদেষ্টা