হোম > জাতীয়

ইনানীতে ৩৪ পদের খাবার দিয়ে রাষ্ট্রপতিকে আপ্যায়ন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজার সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ জুলাই) মেরিন ড্রাইভ সড়ক হয়ে উখিয়ার ইনানীতে সমুদ্র ও সামুদ্রিক মাছ উপভোগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ইনানীর সাগরতীরের পালংকি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করেন রাষ্ট্রপতি। সেখানে পৌঁছে স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনানসহ কেক কাটেন।

পালংকি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়েছেন রাষ্ট্রপতি। খাবারের পদে ছিল—সাদা ভাত, লইট্যা ফ্রাই, রুপচাঁদা মাছ, শুঁটকি ভর্তা, সামুদ্রিক চিংড়ির পাতুরি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ইত্যাদি।

রাষ্ট্রপতির জন্য দুপুরে পরিবেশন করা খাবারের মেন্যুতে আরও ছিল—পাহাড়ি মোরগ, পালং শাক দিয়ে পনির, ডাল মাখানী, কালা ভুনা, নানা রকমের মিষ্টান্নসহ ৩৪টি পদ।

তবে রাষ্ট্রপতি কেবল কক্সবাজারের খাবারই খেয়েছেন বলে জানান পালংকি রেস্তোরাঁর মালিক টিপু সোলতান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন পালংকি রেস্তোরাঁয়। অনেক খাবারের মাঝে কোরাল মাছসহ কক্সবাজারের খাবারই খেয়েছেন তিনি।’

দুই দিনের সফর শেষে সোমবার বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে সরকারের পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

গত ২৯ জুলাই বান্দরবানে রাত্রিযাপনের পর ৩০ জুলাই সকালে কক্সবাজারে পৌঁছান রাষ্ট্রপতি। বিকেলে সমুদ্রদর্শন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত জলতরঙ্গ রিসোর্টে রাত্রিযাপন করেন।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা