ফেসবুকে লেখার কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আজ রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। জরুরি সেবা ছাড়া কোনো ধরনের অফিশিয়াল কার্যক্রমে অংশ নিচ্ছেন না তাঁরা।
আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান রোববার আজকের পত্রিকাকে বলেন, ২৫ ক্যাডারের কর্মকর্তারা সারা দেশে এই কর্মসূচি পালন করছেন। কালো ব্যাজ ধারণ করে যার যার অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। ২৫ ক্যাডারের কেউ দাপ্তরিক কাজ করছেন না, তবে জরুরি সেবা কার্যক্রম চলছে।
আগামী এক সপ্তাহের মধ্যে ২৫ ক্যাডারের দাবি সরকার মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন তাঁরা।