হোম > জাতীয়

করোনা সন্দেহভাজন বিদেশিদের কোয়ারেন্টিন নিজ খরচে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীন ও ভারতসহ যেসব দেশের যাত্রী বাংলাদেশে আসবেন, কোভিড আক্রান্ত সন্দেহ হলে তাঁদের নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার। 

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনার নতুন উপকরণ বিএফ-৭। এমতাবস্থায় বিদেশ থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের স্ক্রিনিং জোরদার করা হয়েছে। যেসব দেশ থেকে সন্দেহজনক যাত্রী পাওয়া যাবে, তাঁদের নিজ খরচে সেলফ (নিজস্ব ব্যবস্থাপনায়) কোয়ারেন্টিনে থাকতে হবে। এর জন্য শিগগিরই সংশ্লিষ্ট হোটেলগুলো নির্ধারণ করে দেওয়া হবে।’ 

চিকিৎসাব্যবস্থার প্রস্তুতি আছে জানিয়ে স্বাস্থ্যসচিব বলেন, ‘করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে মহাখালীর কোভিড হাসপাতালে চীনের চার নাগরিককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

এর আগে গতকাল সোমবার চীন থেকে আসা ১০৫ নাগরিকের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়। বাকিরা বিভিন্ন স্থানে ছড়িয়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। 

এদিকে নতুন ধরনে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা চার চীনা নাগরিকের নমুনা এখন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে। ফলাফল পেতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

জুলাই অভ্যুত্থানে সহিংসতার তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করবে জাতিসংঘ

ভ্রমণকর হারাচ্ছে সরকার

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজে অসন্তুষ্ট আহতরা

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

ভ্যাট বৃদ্ধির কারণ জনগণকে জানানো সরকারের দায়িত্ব: হাসনাত আব্দুল্লাহ

কুয়েত চিকিৎসক, নার্স ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞসহ দক্ষ কর্মী নিতে চায়: রাষ্ট্রদূত

পরবর্তী ২০ বছর বাংলাদেশের রাজনীতিতে তরুণেরা প্রভাব ফেলবে: তথ্য উপদেষ্টা নাহিদ

দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বিদ্যুতায়িত হয়ে শিশুর অঙ্গহানি: আপাতত ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

আনসার-ভিডিপির কর্মপরিকল্পনা ও সংস্কার হবে মাটি-মানুষের স্বার্থে: ডিজি

সেকশন