Ajker Patrika
হোম > জাতীয়

ডেঙ্গুতে সারা দেশে একদিনে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুতে সারা দেশে একদিনে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে সারা দেশে একদিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে—দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, দুজন খুলনা বিভাগের, এছাড়া বরিশাল, ঢাকা বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন করে রয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর সারা দেশে এ পর্যন্ত ৫২ হাজার ৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্য মৃত্যু হয়েছে ২৫৭ জনের। 

সরকারের হিসেব অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয় তিনজনের। মার্চে ৩১১ জনের বিপরীতে ৫ জনের মৃত্যু হয়। এপ্রিলে ৫০৪ জন হাসপাতালে ভর্তি হন, মারা যান দুজন। মে মাসে ৬৪৪ জনের বিপরীতে ১২ জন, জুনে ৭৯৮ জনের বিপরীতে ৮ জন, জুলাইতে ২ হাজার ৬৬৯ জনের বিপরীতে ১২ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জনের বিপরীতে ২৭ জন এবং সেপ্টেম্বরে ১৮ হাজার রোগী হাসপাতালে ভর্তির বিপরীতে ৮০ জনের মৃত্যু হয়। 

চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ১২০ জন, এদের মধ্যে মারা গেছেন ৯৪ জন। 

উল্লেখ্য, সরকার ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু বিষয়ক তথ্য সংগ্রহ শুরু করে। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় ২০২৩ সালে। ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

সংবাদ যেন অতিরঞ্জিত না হয়: সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় শহীদ সেনা দিবস: বনানী কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা

পথে নামতে মনে ভয়

ভোটার, যোগাযোগ সুবিধা দেখে সীমানা পুনর্নির্ধারণ

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

আবরার হত্যা মামলার আপিল শুনানি শেষ, রায় যেকোনো দিন

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি কারাগার থেকে পালিয়েছেন

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে: সেনাপ্রধান

একই ধরনের কথা ভারত থেকেও বলা হয়: জয়শঙ্করকে জবাব দিলেন তৌহিদ

সারা দেশে যৌথ বাহিনীর কম্বাইন্ড প্যাট্রলিং: প্রেস সচিব