Ajker Patrika
হোম > জাতীয়

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময়সীমা দেননি ডোনাল্ড লু: মার্কিন দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময়সীমা দেননি ডোনাল্ড লু: মার্কিন দূতাবাস

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের ঢাকা সফরে তিনজন মন্ত্রীসহ সরকারের কমপক্ষে ছয়জন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকের কোনোটিতেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে লু কোনো রকম সময়সীমার ইঙ্গিত দেননি। ঢাকায় দেশটির দূতাবাসের একজন মুখপাত্র আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।

লু’র সঙ্গে বৈঠককে উদ্ধৃত করে র‍্যাবের নিষেধাজ্ঞা ‘প্রত্যাহার’ হবে, সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী এমন বক্তব্য দেওয়ায় মার্কিন পক্ষ এই বিবৃতি দিল বলে দূতাবাসের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে। 

মুখপাত্র বলেন, র‍্যাবের দ্বারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম গত বছর ‘নাটকীয়ভাবে’ কমে যাওয়ায় এবং এ ক্ষেত্রে সংস্কার এগিয়ে নেওয়ায় লু বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য সরকারকে তাগিদ দিয়েছেন।

দুই দিনের সফরে লু গত শনিবার রাতে ঢাকায় পৌঁছান। পরদিন রোববার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাদা বৈঠক করেন।

আবার স্মার্ট কার্ড বিতরণ শুরু এপ্রিলে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল নিবন্ধনের আবেদন চায় ইসি

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা বাড়ছে

১৫ রোজার মধ্যে সড়কের সংস্কারকাজ শেষ করার নির্দেশ সড়ক উপদেষ্টার

মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাই কোর্টের

পলিটেকনিকের শিক্ষকের ২০ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

কুয়েতের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

দুই পানি শোধনাগার প্রকল্প ১০ বছর ধরে আটকা, প্রধান উপদেষ্টার বিস্ময়

ধর্ষণ মামলা ১৫ দিনে তদন্ত ও ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে: আইন উপদেষ্টা

ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন করতে হবে: উপদেষ্টা ফরিদা