Ajker Patrika
হোম > জাতীয়

দুই বছরের জাতীয় সরকারের প্রস্তাব জাফরুল্লাহর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই বছরের জাতীয় সরকারের প্রস্তাব জাফরুল্লাহর

অবিলম্বে বাংলাদেশের সকল দলমতের ভিত্তিতে দুই বছরের জন্য জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি বাংলাদেশকে একদলীয় শাসনের জাঁতাকল থেকে রক্ষায় জন্য প্রবাসী ও বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল বিশ্ববাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

লন্ডনের অক্সফোর্ডে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বিশ্বের দশটি দেশের বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন সংস্থার কর্মকর্তা, প্রতিনিধি ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এসব বলেন জাফরুল্লাহ চৌধুরী। 

ডা. জাফরুল্লাহ বলেন, ‘গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা না থাকায় বাংলাদেশের মানুষ তাদের স্বাস্থ্য, শিক্ষা, ভোটাধিকার সবকিছু হারিয়েছে। জবাবদিহি না থাকায় করোনাকালে কোটি কোটি মানুষকে দুর্নীতি ও চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। সে অবস্থা থেকে উত্তরণের জন্যই জাতীয় সরকারে দুজন প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবও উল্লেখ করেন তিনি।’ 

বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল আন্তর্জাতিক সংগঠন, প্রতিষ্ঠান ও বিবেকবান সকলের প্রতি তিনি বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, ‘বাংলাদেশের সমস্যা তার একার নয়। বাংলাদেশে গণতন্ত্র না থাকলে বিশ্বের সকল অংশেই কোনো না কোনোভাবে তাঁর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববাসী আমাদের মুক্তির জন্য এগিয়ে এসেছিল। আজও বাংলাদেশে যখন আবার বিপদে পড়েছে, তখন প্রবাসীরা তাঁদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।’

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর উদ্যোগে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ড. হাসনাত এম হোসাইন, সঞ্চালনায় ছিলেন, শামসুল আলম লিটন।

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের উদ্যোগে গত ২৯ মার্চ ব্রিটিশ পার্লামেন্টের টেরেস প্যাভিলিয়নে মুক্তিযুদ্ধে অবদানের জন্য একশ জন প্রবাসী সংগঠককে সম্মাননা প্রদান করা হয়। জাফরুল্লাহ চৌধুরী সংস্থাটির আমন্ত্রণে সম্মাননা গ্রহণ করেন ও অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে পূর্ব লন্ডনে প্রবাসীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় জাফরুল্লাহ চৌধুরীকে দেশের জন্য জীবনব্যাপী তাঁর অসামান্য অবদানের জন্য ‘দেশমান্য’ খেতাবে ভূষিত করা হয়। 

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার