হোম > জাতীয়

তুরস্কে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রলয়ংকরী ভূমিকম্পে গোলাম সাঈদ রিংকু নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তুরস্ক থেকে বাংলাদেশের দুই কূটনীতিক আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শাহনাজ গাজী ও ইস্তাম্বুলে কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম আজকের পত্রিকাকে জানান, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খাহরামানমারাসে দুই বাংলাদেশি শিক্ষার্থী একটি ভবনে থাকতেন, সেটি বিধ্বস্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন বের হতে পেরেছেন। তাঁর সঙ্গে আলাপের সূত্রে জানা গেছে, গোলাম সাঈদ রিংকু নিখোঁজ রয়েছেন। 

মোহাম্মদ নূরে-আলম বরাত দিয়ে দুই কূটনীতিক বলেন, ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো নিম্ন তাপমাত্রা এবং তুষারপাতের মধ্যে অনেকে অসুবিধায় আছেন। বাংলাদেশের অনারারি কনসালের সঙ্গে মিশনগুলোর যোগাযোগ রাখছে। যাঁরা অসুবিধায় আছেন, মিশন তাঁদের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা করছে। 

গাজিয়ানতাপ এলাকায় বাংলাদেশের বেশির ভাগ নাগরিক ভালো আছেন জানিয়ে শাহনাজ গাজী বলেন, ভূমিকম্পের পর অনেকে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। 

সিরিয়া ও তুরস্ক হয়ে অনেকে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকেন জানিয়ে তিনি বলেন, এমন অনেক নাগরিক দূতাবাসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখে না। 

শোক ও সমবেদনা 
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

 

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন