হোম > জাতীয়

পেঁয়াজের আয়ুষ্কাল কম, না হলে বাজার ভাসিয়ে দেওয়া যেত: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেঁয়াজের আয়ুষ্কাল কম, না হলে বাজার ভাসিয়ে দেওয়া যেত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পেঁয়াজ আলুর মতো না। যদি আয়ুষ্কাল বাড়ানো যেত, তাহলে আমাদের যে উৎপাদন হচ্ছে, তাতে পেঁয়াজ দিয়ে বাজার ভাসিয়ে দেওয়া যেত।’ 

পেঁয়াজের কেজি ৮০ টাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘বাজার আরও কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে দাম কমে না এলে আমদানিতে অনুমোদন দেওয়া হবে। তখন দাম অনেকটাই কমে আসবে।’

বাজার পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, ‘বাজারে কী হচ্ছে, তা দেখছি। ৮০ টাকা কেজি কোনোক্রমেই গ্রহণযোগ্য না। সেই তুলনায় ভারতে দাম অনেক কম। সেখান থেকে পেঁয়াজ আমদানি করে বাজারকে ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারি।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘গত বছর পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছিল। মজুতও ভালো ছিল। পরে অনেক পেঁয়াজ পচে গেছে। অনেক আড়তদার দাম বাড়ার আশায় পেঁয়াজ মজুত রেখে দিয়েছিলেন। পরে তা নষ্ট হয়ে গেছে। কিন্তু চলতি বছর দেশে পেঁয়াজ আবাদ কম হয়েছে। গত বছর পচে যাওয়া ও দাম কমে যাওয়ার কারণে এবার পেঁয়াজ আবাদ কম হয়েছে।’

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা