দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশনে শুনানিতে আরও ৩৬ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৬০ জনের শুনানি হয়েছে। এতে আপিল মঞ্জুর ৩৬টি, নামঞ্জুর ২১টি এবং পেন্ডিং রয়েছে তিনটি।
গতকাল সোমবার ৯৯টি আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৫১ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন, আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৪১টি। ছয়টি আপিল শুনানির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি ইসি। আর দুটি আপিল শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।
গত রোববার প্রথম দিনে ৯৪টি আপিল আবেদন শুনানিতে ৫৬ জন প্রার্থিতা ফেরত পান। ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়। আর ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়েছে।
বাছাইয়ে ৭৩১ জনের প্রার্থিতা বাতিল করেছে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। এর বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন জমা পড়েছে ৫৬১ টি। ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন চলবে।