হোম > জাতীয়

ইসিকে ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ ইইউর

আজকের পত্রিকা ডেস্ক­

নির্বাচন কমিশনকে (ইসি) ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ পরামর্শ দেন।

বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘ভোটারদের ভেতরে আস্থা ফেরানোর বিষয়টি জানিয়েছেন তাঁরা (ইইউ প্রতিনিধি)। বিশেষ করে সচেতনতা, যোগাযোগ সিস্টেমকে আরও মজবুত করার বিষয়ে জোর দিয়েছেন।’

আখতার হোসেন বলেন, ‘তারা (ইইউ প্রতিনিধি) দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তাঁরা তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন। সব লেভেলে একটাই কথা- সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সব ক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের কীভাবে ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি, সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি।’

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনা ‘জটিল প্রক্রিয়া’ হলেও তাঁরা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন সচিব।

এ দিকে ইইউ প্রতিনিধি মাইকেল লিডর বলেন, ‘আমরা ২ সপ্তাহের জন্য এখানে আছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আমরা কথা বলছি। এখন পর্যন্ত আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তাতে বুঝেছি বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়।’

আগামী সপ্তাহে সফররত ইইউ প্রতিনিধিরা সার্বিক মতামত নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ