Ajker Patrika
হোম > জাতীয়

গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় যুক্তরাজ্য

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় যুক্তরাজ্য

যুক্তরাজ্য বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়ে এখানকার সরকার ও রাজনৈতিকগুলোর সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকতে চায়। দেশটির হাইকমিশনার সারাহ কুক আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

হাইকমিশনার বলেন, ‘নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে ভিন্নমত পোষণ করে যুক্তরাজ্য সরকার গত ৮ জানুয়ারি একটি বিবৃতি দিয়েছে। এ বিষয়গুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা গঠনমূলক আলোচনা চালিয়ে যাব।’

দুই দেশের সম্পর্ক শক্তিশালী করা, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা অংশীদারত্ব জোরদার করার বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়গুলো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় এসেছে বলে জানান ব্রিটিশ হাইকমিশনার।

এর বাইরে, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজনের কল্যাণের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায়ও একসঙ্গে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

পরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এক ব্রিফিংয়ে বলেন, ‘মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নাগরিকত্বসহ দেশটিতে ফেরত পাঠানো, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়ে কথা হয়েছে।’

যুক্তরাজ্যে আশ্রিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপযুক্ত সময়ে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া সাজা কার্যকর করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকায়, সম্পর্ক জোরালো করতে চায়

অতিরিক্ত আইজিপিসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

মানবতাবিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা