মার্চ ফর ইউনিটি: ভোর থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১: ৪৬
কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে আসতে শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। গতকাল সোমবার রাতেই দেশের বিভিন্ন জেলা থেকে রওনা দেন তাঁরা। আজ মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা। এরই মধ্যে নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রেও (টিএসসি) অনেককে জড়ো হতে দেখা যাচ্ছে।

কর্মসূচিতে আসা নেতা-কর্মীরা জানান, গতকাল রাতেই তাঁরা রওনা দিয়েছেন। আজ ঘোষণাপত্রের কর্মসূচি বাতিল হলেও মার্চ ফর ইউনিটি সমাবেশ হচ্ছে।

এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে শহীদ মিনারের চারদিকে মাইক ও সাউন্ডবক্স স্থাপন করা হচ্ছে। শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

আজ বেলা ১১টায় শহীদ মিনারে গিয়ে এমন চিত্র দেখা যায়। মূল কর্মসূচি শুরু হওয়ার কথা বিকেল ৩টার দিকে।

৪৩তম বিসিএসে বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় ৯ জানুয়ারি সভা

সানডে টাইমসের প্রতিবেদন

টিউলিপের বোনও পেয়েছেন বিনা মূল্যের ফ্ল্যাট, দিয়েছেন শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তি

তাপস ও স্ত্রীর নামে প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা

খুলেছে সচিবালয়ের ৭ নম্বর ভবন, পুড়ে যাওয়া তলাগুলো ১২ দিনের মধ্যে সংস্কার