নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল সোমবার ব্যাংককে যাচ্ছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান এ তথ্য জানান।
মামুন হাসান জানান, কাল বেলা দেড়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওনা করবেন রওশন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। পুত্র রাহগির আল মাহি এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ তাঁর সফরসঙ্গী হবেন। সুস্থতার জন্য রওশন এরশাদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।