Ajker Patrika
হোম > জাতীয়

বাংলাদেশকে ৫৯ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক

অনলাইন ডেস্ক

বাংলাদেশকে ৫৯ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক
বাংলাদেশকে ৫৯ কোটি টাকা অনুদান দিতে চুক্তি স্বাক্ষর করেছে ডেনমার্ক। ছবি: বাসস

বাংলাদেশকে প্রায় ৫৯ কোটি টাকার সমান (৩৫ মিলিয়ন ড্যানিশ ক্রোনা) অনুদান দেবে ডেনমার্ক। এ বিষয়ে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে গত মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) একটি অনুদানভিত্তিক সংশোধনী কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির অধীনে ডেনমার্ক ৩৫ মিলিয়ন ড্যানিশ ক্রোনা (ডিকেকে) যা প্রায় ৫৯ কোটি টাকার সমান—অনুদান হিসেবে প্রদান করবে বলে ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ঢাকায় রয়্যাল ড্যানিশ দূতাবাসের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইআরডি এবং ঢাকায় ডেনমার্ক দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেনমার্ক বাণিজ্য পরিষদের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমেও জড়িত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ডেনমার্ক মানবাধিকার, গণতন্ত্র এবং সুশাসন সংক্রান্ত কার্যক্রমে সহায়তা সম্প্রসারিত করছে, যা দেশের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ৫২ বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ সময়ে ডেনমার্ক কৃষি, পানি ও স্যানিটেশন, পরিবহন খাত, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং সুশাসন কর্মসূচিতে বাংলাদেশকে সহায়তা প্রদান করেছে।

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানি ৮ মে

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

বাস রিকুইজিশন নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেতনাবিরোধী, জন্মলগ্নেই এনসিপির ক্ষমতার অপব্যবহার: টিআইবি

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

ইইউ’র কমিশনার লাহবিব ঢাকায়

পবিত্র রমজানে ভোগবিলাস, হিংসা পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

রমজানেও মেট্রোরেলে খাবার খাওয়া নিষিদ্ধ, পানি নেওয়া যাবে

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়