নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবিধান সংস্কার বিষয়ে ওয়েবসাইটে সোমবার বিকেল পর্যন্ত ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছে। একই সঙ্গে কমিশন ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে।
আজ সোমবার সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এশিয়া প্যাসেফিক অঞ্চলের সিনিয়র অ্যাডভাইজার ড. জিওফ্রে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে আই.আর.আই এর তিনজনের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে ছিলেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ প্রোগ্রাম) জসুয়া রোসেনবাম এবং রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) স্টিফেন চিমা।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কার বিষয়ক বর্তমান কার্যক্রম ও পরিকল্পনা সংক্ষেপে প্রতিনিধি দলের নিকট উপস্থাপন করেন।
তিনি জানান, কমিশন ইতিমধ্যে ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সংবিধান সংস্কার বিষয়ে জনগণের মতামত জানতে ইতিমধ্যে ওয়েবসাইটের মাধ্যমে মতামত সংগ্রহ করা হচ্ছে। সোমবার বিকেল পর্যন্ত মোট সাত চল্লিশ হাজার সাতানব্বই জন (৪৭০৯৭) জন মতামত দিয়েছেন। এ ছাড়াও বিবিএসের মাধ্যমে সারা দেশে জনমত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানান আলী রীয়াজ।
আই.আর.আই এর প্রতিনিধি ড. জিওফ্রে ম্যাকডোনাল্ড বলেন, সারা বিশ্বের গণতান্ত্রিক ধারা উন্নয়নে আই, আর, আই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা নতুন বাংলাদেশের সঙ্গেও কাজ করতে আগ্রহী।
এ ছাড়াও প্রতিনিধিদল সংবিধান সংস্কার কমিশনের সংস্কার কাজের, বিশেষ করে অংশীজনদের মতামত গ্রহণ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।