হোম > জাতীয়

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পেতে নতুন নিবন্ধন করতে হবে

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি

অনিয়ম রোধে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ সব ধরনের ভাতা পেতে উপকারভোগীদের নতুন করে নিবন্ধন করতে হবে বলে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন আজ সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি এই তথ্য জানান।

শারমীন এস মুরশিদ বলেন, ‘ডিসিদের একটি বিষয় জানিয়েছি, আমরা যে সোশ্যাল রেজিস্ট্রি করি, অর্থাৎ উপকারীদের আমরা যে সেবাটা দিই, তার ৪৬ শতাংশ ত্রুটিপূর্ণ। ১০০ জনের মধ্যে ভুল ৪৬ জনের কাছে ভাতার টাকাটা যাচ্ছে। এটি শুধু বিশাল অঙ্কের অপচয় নয়, যার ভাতা পাওয়ার কথা, সেই মানুষটা কষ্টে থেকে যায়। আমাদের যে সংস্কার কমিশন আছে, তাদের দিক থেকেও এই কথাটা ব্যক্ত করা হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘আমরা যে উপকারভোগীদের তালিকা অতীত থেকে পেয়েছি, এখানে প্রচুর ত্রুটি আছে। ডিসিরাও আমাদের জানালেন, কী পরিমাণ ত্রুটি তাঁরা স্থানীয়ভাবে পাচ্ছেন। এ জন্য আমরা সোশ্যাল রেজিস্ট্রেশনটা (ভাতাভোগীদের নিবন্ধন) আবার নতুন করে করতে যাচ্ছি। এটার একটা এমআইএসও হচ্ছে। আমরা প্রযুক্তি ব্যবহার করে নিবন্ধনটা করব। আমরা চাই খুব দ্রুত এই ত্রুটিগুলো থেকে বেরিয়ে আসতে, যাতে আমাদের এই কষ্টের টাকাগুলো ঠিক মানুষের কাছে পৌঁছায়। আমরা যাতে এই অন্যায়কে রোধ করতে পারি।’

সবাইকে নতুন করে নিবন্ধন করতে হবে জানিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘নিবন্ধন ঠিক না হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় কিংবা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কোনো কাজই ঠিক হবে না। নিবন্ধনটা নিপুণ হতে হবে।’

উপদেষ্টা বলেন, ‘আত্মহত্যার হার কিছু এলাকায় বেড়েছে, শিশুদের মাদকাসক্তি বেড়েছে, বাল্যবিবাহও বেড়েছে। এই কথাগুলো বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে। এ সমস্যাগুলো দূর করতে আমাদের দলিলভিত্তিক তথ্য লাগবে, গবেষণালব্ধ তথ্য আমাদের নেই। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

আরও খবর পড়ুন:

শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরুর আশা চিফ প্রসিকিউটরের

জেমস প্ল্যাটফর্মে তথ্য হালনাগাদ না করলে পদোন্নতি থেকে বাদ: জনপ্রশাসন মন্ত্রণালয়

আরোপিত শুল্ক নিয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠক

মানব পাচার রোধের প্রতিশ্রুতিতে অটল বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

জুলাই আন্দোলনে সহিংসতা: পুলিশের অস্ত্র–গুলির বয়ানে গরমিল

ঢাকামুখী মানুষের ভিড়

অনিয়মে জেরবার কৃষির প্রকল্পে মেয়াদ বাড়ছে

মার্কিন পণ্যে শুল্ক কমিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা

চিকেন’স নেক কী? বাংলাদেশ-ভারত-চীন ভূ-রাজনীতিতে এর গুরুত্ব কতটা