Ajker Patrika
হোম > জাতীয়

নির্বাচন নিয়ে গভীর চাপ ছিল: নতুন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

নির্বাচন নিয়ে গভীর চাপ ছিল: নতুন পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা মাধ্যমে নানা ধরনের গভীর চাপ ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

আওয়ামী লীগের নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ ও চাপ নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নানা চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন দেশের নানা ধারণা ও বোঝাপড়ার মধ্যে পার্থক্য থাকে। সরকার সেগুলোকে গুরুত্ব দেয়। কিন্তু দিন শেষে সরকার সব দেশের সঙ্গে একযোগে কাজ করবে, এটাই হচ্ছে মূল বিষয়।’

উন্নয়ন সহযোগী সব দেশকে সঙ্গে নিয়ে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনটা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের উদ্বেগগুলোকে সরকার গুরুত্ব দেবে।’ তবে সরকার কোনো চাপ অনুভব করছে না বলে তিনি দাবি করেন। 

সরকার পূর্ব-পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় বলে মন্ত্রী উল্লেখ করেন।

একাদশ জাতীয় সংসদে সরকারের তথ্যমন্ত্রী ছিলেন হাছান মাহমুদ। এর আগে ২০০৯ সালে গঠিত সরকারে তিনি ছয় মাসের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

পাথর না থাকায় ঝুঁকিতে রেলপথ

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা