Ajker Patrika
হোম > জাতীয়

জুলাইয়ে আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাইয়ে আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে: সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর

জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতী সন্তান। সেনাবাহিনী তাদের পাশে সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় সেনাবাহিনী প্রধান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে সেনাবাহিনীর ইফতার। ছবি: আইএসপিআর
জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে সেনাবাহিনীর ইফতার। ছবি: আইএসপিআর

আহতদের উদ্দেশে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনাদের অনেকে চলাচল করতে পারেন না, চোখে দেখতে পারেন না। আমি নিশ্চয়তা ও আশ্বাস দিচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’

সেনাপ্রধান বলেন, ‘আজকের এই ইফতার আয়োজন ও আর্থিক সহযোগিতা আপনাদের জন্য। আমাদের এই সাহায্য-সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে, জারি থাকবে। আপনাদের পুনর্বাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি। আপনারা মনোবল হারাবেন না। আপনারা জাতির কৃতী সন্তান। আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আবারও নিশ্চয়তা দিচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’

জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে সেনাবাহিনীর ইফতার। ছবি: আইএসপিআর
জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে সেনাবাহিনীর ইফতার। ছবি: আইএসপিআর

ইফতার ও নৈশভোজে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

ছায়ানটে ফুলেল শ্রদ্ধায় সিক্ত সন্‌জীদা খাতুন

ভারত পারস্পরিক স্বার্থ, উদ্বেগ ও স্পর্শকাতরতায় গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায়: মোদি

চার দিনের চীন সফরে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ঈদযাত্রায় ৮৩২ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় হবে, ধারণা যাত্রী কল্যাণ সমিতির

রেলের দুর্নীতি কমাতে সচিব-ডিজিকে টার্গেট দেওয়া হয়েছে: উপদেষ্টা

রেলে ১ টাকা আয়ে খরচ আড়াই টাকা, দায়ী দুর্নীতি ও অপচয়: উপদেষ্টা

একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশের গণ-অভ্যুত্থান: আসিফ মাহমুদ

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন