হোম > জাতীয়

দুদকের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রকে গ্রেপ্তার দেখানোর আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। অন্যদিকে তার আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন। পৃথক এক আবেদনে তাঁর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন একই আদালত।

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গ্রেপ্তার দেখানোর আবেদন ও আয়কর নথি জব্দের আবেদন করেন।

গত বছর ১৯ ডিসেম্বর সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এই অভিযোগে মামলা দায়ের করে দুদক।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা কয়েকটি মামলার আসামি হিসেবে কারাগারে আছেন। আবেদনে বলা হয়, যেহেতু সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতির মামলা হয়েছে সে কারণে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। আদালত সাধন চন্দ্রের উপস্থিতিতে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।

অন্যদিকে আয়কর নথি জব্দের আবেদন বলা হয়েছে, ইতিমধ্যে সাধন চন্দ্রের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা হয়েছে। এ ছাড়া ৬৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৩ কোটি চার লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা লেনদেন করেছেন। মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত অর্থ অসৎ উদ্দেশ্যে হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ করেছেন, যা শাস্তিযোগ্য। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো তদন্তের জন্য আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

গত বছর ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাঁকে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

মালয়েশিয়ায় ৭১ জন অবৈধ বাংলাদেশি আটক

লুটপাটে গায়েব কৃষকের যন্ত্র কেনার টাকা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের মালিক ভিওন

দুই ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন সারজিস

ছাত্র-জনতার দল গঠন বানচালে বিএনপি-আ.লীগের আঁতাত চলছে: হাসনাত আবদুল্লাহ

ফেসবুককে গুজব প্রতিরোধ জোরদারের আহ্বান ড. ইউনূসের

আইএসআই প্রধানের ঢাকা সফরের খবরটি ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সলিমুল্লাহ খানসহ দশ গুণী পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

সেকশন