হোম > জাতীয়

সাংবাদিকদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি এফসিসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সাংবাদিকদের হয়রানি এবং তাঁদের ওপর আরোপিত অযাচিত বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠনগুলো। 

আজ শুক্রবার দ্য ফরেন করেসপনডেন্ট ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি), প্রেসক্লাব অব ইন্ডিয়া (পিসিআই), ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস (আইডব্লিউপিসি) এবং প্রেস অ্যাসোসিয়েশন (পিএ) যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ৫২ জন প্রখ্যাত সাংবাদিককে হত্যা মামলায় জড়ানো, কয়েকজনকে কারারুদ্ধ করা এবং অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে, যা মতপ্রকাশের স্বাধীনতা এবং চিন্তার অবাধ প্রবাহের চরম লঙ্ঘন। এসব পদক্ষেপ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করছে এবং দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে। 

বিবৃতিতে আরও বলা হয়, একটি মুক্ত গণমাধ্যমই বাংলাদেশের গর্ব হওয়া উচিত। ভিন্নমত নির্মূল এবং গণমাধ্যমের স্বাধীনতা দমন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

যারা সাংবাদিকদের হয়রানি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং সাংবাদিকদের নিরাপদভাবে তাঁদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিতে তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়। 

বিশ্বব্যাপী সম্মানিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে এ বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়ে তারা জানায়, সাংবাদিকদের নির্ভয়ে ও পক্ষপাতহীনভাবে তাঁদের দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, যাঁরা অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছেন, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কানাডায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বসছে দেড় দশক পর

এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

আরও সাত প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও আ.লীগ নেতাদের নাম বাদ

জুলাই অভ্যুত্থানে আহতদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আপ্লুত লন্ডনের সার্জনরা

গুলশানে টিউলিপের ‘ঘুষের ফ্ল্যাট’, দুদকের মামলা

২৫ জেলায় ২৪ ঘণ্টায় আম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিমান মন্ত্রণালয়ের দায়িত্বেও বশিরউদ্দীন