হোম > জাতীয়

ভূমধ্যসাগরে ঠান্ডায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ ঢাকা আসছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভূমধ্যসাগরে প্রচণ্ড ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির মরদেহ ঢাকা আসছে। তীব্র ঠান্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়াজনিত কারণে তাঁরা মারা যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি ১০ ফেব্রুয়ারি রোম থেকে রওনা হবে, যা ১২ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। দ্বিতীয় মরদেহ রোম থেকে রওনা হবে ১১ ফেব্রুয়ারি, যা ১৩ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা। এভাবে বাকি মরদেহগুলো দেশে পাঠানো হবে। এ লক্ষ্যে ইতালিতে থাকা বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। 

মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনই মাদারীপুরের। মারা যাওয়া সাত বাংলাদেশি হলেন—মাদারীপুরের ইমরান হোসেন, রতন জয় তালুকদার, সাফায়েত, জহিরুল ও বাপ্পী, সুনামগঞ্জের সাজ্জাদ ও কিশোরগঞ্জের সাইফুল। 

প্রসঙ্গত, অবৈধভাবে ইউরোপে অভিবাসনের চেষ্টায় থাকা ২৮৭ জন অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে ইতালি। এদের মধ্যে ২৭৩ জন বাংলাদেশি। তীব্র ঠান্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়াজনিত কারণে ২৭৩ জনের মধ্যে সাত বাংলাদেশি মারা যান। বাকিরা মিসরীয় নাগরিক। নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন তাঁরা।

আরও পড়ুন:

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট