হোম > জাতীয়

ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ২০: ৫০
ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করলে গত ৮ ডিসেম্বর তা খারিজ করে দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি ৬ জানুয়ারি প্রকাশিত হয়।

আপিল বিভাগের আদেশে বলা হয়, হাইকোর্টের রায় ও আদেশে কোনো আইনি দুর্বলতা এবং হস্তক্ষেপের কোনো প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ ওই আদেশ দেন।

গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান থাকাকালে প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগে ২০১৯ সালে মামলাগুলো করা হয়। পরে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন অধ্যাপক ইউনূস। ওই সময় প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেন। গত বছরের ২৪ অক্টোবর রুল যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয়।

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আর নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাসউদ ও সমন্বয়ক রাসেলকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ

বিনা দোষে জেল খাটার চেয়ে মরে যাওয়া ভালো: আইনজীবীকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর চিঠি

ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগীদের কাছে রাষ্ট্রের ক্ষমা চাওয়া উচিত: কামাল আহমেদ