হোম > জাতীয়

সংসদে অর্থমন্ত্রীকে ‘উজিরে খামাখা’ বললেন শামীম হায়দার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতির কথা উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘কোনো কাজে ওনাকে পাওয়া যায় না। অর্থনৈতিক সংকট চলছে, প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামাখা হয়ে গেছেন। স্বেচ্ছায় উজিরে খামাখা হয়ে গেছেন, দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।’

আজ বুধবার জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল পাসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শামীম হায়দার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে বিলটি সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। চলতি অধিবেশনে অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি আইন পাস হয়। যার সবগুলোই উত্থাপন করেন আইনমন্ত্রী। অর্থমন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

বিল উত্থাপন করায় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘তিনি দ্বিগুণ বোঝা নিচ্ছেন। অরুণ জেটলির মতো তিনি আইনজীবী ছিলেন, আবার অর্থমন্ত্রীও ছিলেন।’

শামীম হায়দার বলেন, ‘আমাদের শঙ্কা হচ্ছে ২০২৬ সাল থেকে সরকারকে বছরে এক থেকে দেড় বিলিয়ন ডলার লোন পরিশোধ করতে হবে। এটা পরিশোধ করতে হবে ডলারে। আমরা ডলারের বিকল্পের দিকে যাচ্ছি এটা ভালো। এটা সাহসী পদক্ষেপ। বাংলাদেশের মতো দেশের বহুমুখী ফরেন পলিসি থাকা উচিত। বহুমুখী অর্থনৈতিক পলিসি থাকা উচিত। কিন্তু যে লোন ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি তা পরিশোধের জন্য ওই ডলারগুলো কই পাব। সেই সংকট থেকে আমরা কীভাবে উদ্ধার পাব। আমাদের ভুল চুক্তি, ভুল বিনিয়োগ ও ভুল লোনের কারণে এটা হয়েছে।’

রাজনৈতিক সংকট আওয়ামী লীগ ভালোমতো মোকাবিলা করেছে এবং করবে উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘কিন্তু অর্থনীতি তো সরকারের একার বিষয় নয়। এটি গ্লোবাল ইস্যু। আমরা লোনের জালে পড়ে যাচ্ছি। আমদানি-রপ্তানি ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ আমরা যদি চীন থেকে তাদের মুদ্রায় লোন পাই সেটা দিয়ে এটা পরিশোধ করতে পারব। তাদের হয়তো কিছুটা সহায়ক হবে। কিন্তু বৃহৎ পরিসরে তো কিছু হচ্ছে না।’

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন