টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে চলতি মাসেই আরও ৬০ লাখ ফাইজারের টিকা আসছে। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ শনিবার বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার হলে ফিল্ড হাসপাতালের জায়গা পরিদর্শনকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
জাহিদ মালেক বলেন, চলতি জুলাইয়ের শেষ দিকে কিংবা আগামী আগস্টের শুরুতেই চীন থেকে ৫০ লাখ ও কোভ্যাক্স থেকে আরও বেশ কিছু টিকা আসবে। সব মিলে আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে ২ কোটি টিকা পাবে বাংলাদেশ।
করোনা রোগীদের জন্য নতুন করে হতে যাওয়া ফিল্ড হাসপাতালের নাম ফজিলাতুন্নেসা নাম দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।