Ajker Patrika
হোম > জাতীয়

থ্রিডি প্রিন্টারে যন্ত্রাংশ বানিয়ে চমক দেখাল এপিএসসিএল

বিশেষ প্রতিনিধি, ঢাকা

থ্রিডি প্রিন্টারে যন্ত্রাংশ বানিয়ে চমক দেখাল এপিএসসিএল

থ্রিডি প্রিন্টার দিয়ে বিভিন্ন প্রকার যন্ত্রাংশ (পার্টস) তৈরি করে প্রথম পুরস্কার পেয়েছেন সরকারি প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) প্রকৌশলীরা। আজ রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘ইনোভেশন শোকেসিং ২০২৪’ অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। 

পুরস্কার অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভার্চুয়াল বার্তায় বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ও সহজলভ্য উৎস আমাদের খুঁজে বের করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) এখনই অনেক সমস্যার সমাধান করে দিচ্ছে। এআই–এর ব্যবহার বাড়িয়ে গ্রাহক সন্তুষ্টিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার যত বাড়বে অর্থ ও সময়ের সাশ্রয় তত হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সাফল্যও নিশ্চিত হবে। 

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, ২০৪১ সালের লক্ষ্য অর্জন করতে হলে নিজস্ব প্রযুক্তির উদ্ভাবন বা ব্যবহৃত প্রযুক্তির নিজস্ব ভার্সন সৃজন করতে হবে। 

 ‘ইনোভেশন শোকেসিং ২০২৪’ বিদ্যুৎ বিভাগের ২৪টি প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে এপিএসসিএল–এর প্রকৌশলীরা থ্রিডি প্রিন্টারের মাধ্যমে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে প্রথম হয়েছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) স্মার্ট কাস্টমার অ্যাসিস্ট্যান্ট—চ্যাট বট তৈরি করে দ্বিতীয় হয়েছে। গ্রাহকের অভিযোগ সমাধানে ডিপিডিসির প্রকৌশলীরা আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে ব্যবহার করা সম্ভব সেটি দেখান। 

যৌথভাবে দ্বিতীয় স্থান পেয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। তারা গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিআইএস) বা ভৌগোলিক তথ্যব্যবস্থা ব্যবহার করে বিদ্যুতের লোডশেডিংয়ে বিদ্যুতের চাহিদা নিরূপণ করার কৌশল দেখিয়েছে। 

এ প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় হয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)। 

বিদ্যুৎ বিভাগের প্রধান ইনোভেশন কর্মকর্তা নিরোদ চন্দ্র মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির বক্তব্য রাখেন। এ সময় স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বিআরইবির চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীতে ছিঁচকে চোর বেড়েছে, তা থেকেই মবের ঘটনা ঘটছে: স্বরাষ্ট্রসচিব

সাবেক মন্ত্রী নারায়ণ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

উন্নয়ন ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা

নিয়োগের পথ খুলল প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের

সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

একটি পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই