Ajker Patrika
হোম > জাতীয়

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে জেনারেল ওসমানী: মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে জেনারেল ওসমানী: মোশাররফ হোসেন

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহম্মদ আতাউল গণি ওসমানীর সমালোচনা করে প্রবীণ সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন বলেছেন, ‘জেনারেল ওসমানীকে বঙ্গবন্ধু ভালোবাসত। ওর ওপরে সব দায়িত্ব দিয়েছিল। বীর উত্তম, বীর বিক্রম সবকিছু। সে যাকে পাইছে, তাকে দিছে। এর কোনো হিসাব ছিল না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে জেনারেল ওসমানী।’

আজ রোববার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার জাতীয় সংসদে স্মারক বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জেনারেল ওসমানী তাঁর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিতে যোগ দিতে মোশাররফ হোসেনকে আমন্ত্রণ জানান বলে দাবি করেন তিনি। মোশাররফ হোসেন বলেন, ‘ও (ওসমানী) আমাকে টেলিফোন করে আমি জনতা লীগ (জাতীয় জনতা পার্টি হবে) করেছি, আপনি আমার দলে থাকবেন। আমি বললাম কী বললেন? আমি তো দল করি। আমাকে জিজ্ঞেস করে, কোন দল করেন? আমি বললাম, আওয়ামী লীগ করি। সে আমাকে বলে, আওয়ামী লীগ কি এখনো আছে?’

মোশাররফ হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু কথা আছে। আজকে কিছু বললাম না। বিতর্কিত হয়ে যাবে। মুক্তিযুদ্ধ মন্ত্রীকে কিছু বলেছি। এই মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। বিকৃত করেছে কে? জেনারেল ওসমানী। এটা আমি বলতে চাই।’

বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বলেন, ‘আমি প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছি। ভেতরে ঢুকেছি। আমি দুইবার আক্রান্ত হয়ে বেঁচে গিয়েছি। আজকে সেই কথা আর নাই বললাম।’

বর্ষীয়ান এই সংসদ সদস্য আক্ষেপ করে বলেন, ‘আমার আক্ষেপ, বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশে কোনো প্রতিবাদ হয়নি। আমরা অঝোরে কেঁদেছি। আমাদের হাতে কিছুই ছিল না। কিছুই করতে পারি নাই। আমরা মুক্তিযোদ্ধা, আমাদের হাতিয়ার ছিল না, কিছুই ছিল না। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আমরা সংগঠনকে শক্তিশালী করেছি।’

শাপলা-শাহবাগের কর্মীরা কমরেডস হয়েছিল বলেই হাসিনার পতন ঘটেছিল: মাহফুজ আলম

পুলিশের সেই ৮৮ এসআই নিয়োগের পথ খুলল

কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের আগপর্যন্ত এনআইডি ইসির অধীনেই থাকবে

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি: প্রেস সচিব

বেক্সিমকো চলবে নিজস্ব ব্যবস্থাপনায়, হাইকোর্টের রায়

সাংবাদিকদের বেসিক বেতন ৩০-৪০ হাজার টাকা করতে হবে: শফিকুল আলম

১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না

৮ নতুন উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপনটি ভুয়া, ফেসবুকে প্রেস সচিব

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আইন উপদেষ্টার নেতৃত্বে কমিটি