হোম > জাতীয়

রাজধানীর সব মোড় ছেড়ে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা 

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় ছাড়া অন্য সব জায়গার অবরোধ ছেড়ে দিয়েছেন। রাত ৮টায় ব্যাক টু শাহবাগ কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে একে একে সব মোড় ছেড়ে দেন আন্দোলনকারীরা। শাহবাগে জড়ো হয়ে আগামীকালের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন আন্দোলনকারীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহসমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন বলেন, ‘শাহবাগ থেকে যাঁরা দূরে আছেন, তাঁরা আগে আসবেন। পরে কাছাকাছি যাঁরা আছেন তাঁরা আসবেন। পরে আন্দোলনের সমন্বয়কেরা কর্মসূচি ঘোষণা করবেন।’ 

বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। শাহবাগের আগে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা গরমের কারণে ছাতা নিয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না। শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে এসেছেন।’

এ সময় শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা