Ajker Patrika
হোম > জাতীয়

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় ভারতের উন্নয়ন টেকসই হচ্ছে: মোমেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় ভারতের উন্নয়ন টেকসই হচ্ছে: মোমেন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখায় ভারতের অনেক অর্জন হয়েছে বলে মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন। 

ভারতের অর্জনের উদাহরণ দিয়ে তিনি বলেন, তাঁদের পূর্ব সীমান্ত নিয়ে চিন্তা করতে হয় না। তাঁদের (নিরাপত্তার জন্য) লাখ লাখ কোটি টাকা খরচ করতে হয় না। সুসম্পর্ক থাকার ফলে তাঁদের দেশের উন্নয়ন টেকসই হচ্ছে। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ইআরডিএফবি) এ সভার আয়োজন করে। 

এ কে আব্দুল মোমেন বলেন, সুসম্পর্ক হওয়ায় দুই দেশ সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলতে পেরেছে। এটা কঠিন জিনিস। বিভিন্ন দেশ এটা নিয়ে ঝগড়া-ঝাঁটি করে। দুই দেশের একটা বুলেটও খরচ হয়নি। দুই দেশ সীমানা নির্ধারণ করেছে। পানি ভাগাভাগি হয়েছে। সমুদ্রসীমা নির্ধারণ হয়েছে। এগুলো বড় অর্জন। 

মোমেন বলেন, ‘আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য। সহজে যাচ্ছে বাজার-টাজার করার জন্য। এটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকত, তাহলে কিন্তু খবর ছিল।’ 

মোমেন আরও বলেন, দেশের উন্নয়নকে টেকসই করে রাখতে গেলে অবশ্যই বৈশ্বিক সম্পর্ক বন্ধুপরায়ণ হতে হবে। অভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতাও দরকার। 

আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের এখন উপদেশ নেওয়ার সময় নয়। উপদেশ দেওয়ার সময়।

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার