নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ বাবলুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানী শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা বাবলু দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।