হোম > জাতীয়

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হচ্ছেন সৈয়দ জামিল আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হচ্ছেন সৈয়দ জামিল আহমেদ। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯–এর ধারা–৯ (২) অনুযায়ী সৈয়দ জামিল আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ জামিল আহমেদ। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা।

সৈয়দ জামিল আহমেদ নাট্য নির্দেশক ও পরিচালক। তাঁর জন্ম ১৯৫৫ সালে। ১৯৭৮ সালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে গ্র্যাজুয়েশন এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারইক থেকে নাট্যকলা বিষয়ে এমএ ডিগ্রি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে সৈয়দ জামিল আহমেদ ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

চাকা, বিষাদসিন্ধু (ঢাকা) এবং এক হাজার অউর এক থি রাতে (করাচি) তাঁর ব্যতিক্রমধর্মী সফল নির্দেশনা। এ ছাড়া তিনি অচলায়তন, কিত্তনখোলা, কেরামত মঙ্গল (ঢাকা), গুড উইমেন অব সেজুয়ান (কলকাতা) নাটকের ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদ গবেষণা কাজের মধ্য দিয়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বই লেখেন। এর মধ্যে ‘অচিনপাখি ইনফিনিটি: ইন্ডিজিনাস থিয়েটার অব বাংলাদেশ’ অন্যতম।

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

আমি লজ্জিত, নিজেকে মাটিতে পুঁতে দিতে ইচ্ছে করছে—ফেসবুকে প্রেস সচিব

সহিংসতার ধারাবাহিকতায় নাগরিক অধিকার ও নিরাপত্তা চরম ঝুঁকিতে: আসক

হাদির জানাজা আগামীকাল জোহর নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে

হাদির মৃত্যুতে শোকাহত ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস

হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক

হাদির শহীদি মৃত্যুকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা জুলাইয়ের চেতনার পরিপন্থী: সংস্কৃতি উপদেষ্টা

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ