হোম > জাতীয়

পুলিশের আবাসন ও খাবারের মানোন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শনিবার বিভিন্ন থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের আবাসন ও খাদ্য ব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ—এই তিনটি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের অধস্তন সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করা। আমি দেখেছি, তাদের অনেকেরই বসবাসের অবস্থা খুবই করুণ। বিষয়টি প্রধান উপদেষ্টা গুরুত্বের সঙ্গে দেখছেন। সে অনুযায়ী ব্যবস্থা নিতে আমরা মাঠপর্যায়ে যাচ্ছি।’

উপদেষ্টা জানান, রাজধানীর থানাগুলোকে নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সেবার মান বৃদ্ধি পায় এবং জনদুর্ভোগ কমে। এর অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর থেকে নয়টি থানা নতুন/নিজস্ব ভবনে স্থানান্তর করা হবে। পর্যায়ক্রমে বাকি থানাগুলোকেও স্থানান্তর করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় দায়ের করা মিথ্যা মামলাগুলো নিয়ে আমরা সচেতন। পুলিশকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনো নাগরিককে মিথ্যা মামলায় হয়রানি না করা হয়।’

এ সময় তিনি ওসিদের গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং সঠিক তথ্য প্রদান নিশ্চিত করার নির্দেশনা দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে সবকিছু একদিনে সম্ভব নয়। ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে আরও হবে।’

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ কোথাও নিষ্ক্রিয় থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের অংশ হিসেবে উপদেষ্টা আজ দিনের শেষ ভাগে আকস্মিকভাবে পল্লবী থানা পরিদর্শনে যান।

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

২২ কোটি টাকার অবৈধ সম্পদ: আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর