জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা ঠিক করা হবে। তবে সংস্কারে কতটুকু সময় লাগবে, তা না জেনে নির্বাচনের সময়টা বলতে পারছে না সরকার।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও উপদেষ্টা মাহফুজ আলম। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয় জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংস্কারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক রয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সংস্কার কমিশন থেকে প্রস্তাব আসবে, জনগণ কথা বলবে। চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হবে। সেই মোতাবেক যে পদক্ষেপ নেওয়ার, তা নেব। আমরা বারবার বলেছি, যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের তারিখ জানিয়ে দেব।’
নির্বাচন বিষয়ে উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচনে আমাদের যেতেই হবে। এটা আমাদের কাজ। একই সঙ্গে তাদের (রাজনৈতিক দল) সংস্কারের বিষয়ে সমর্থন দেওয়া হচ্ছে। তারা কখনো কখনো বলছে, একটা সময় দিয়ে দেওয়ার জন্য। সেই সময়টার ব্যাপারে আমরা অবস্থান নিতে পারছি না। কারণ সংস্কার প্রস্তাব কী আসবে, সংস্কারে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। বারবার বলা হচ্ছে, যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে।’
নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, জানান উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে সংস্কার, যে জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে। সংস্কারের প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পরই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এটা ঠিক হবে।
গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনাও ঘটেছে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, ‘বিষয়গুলো আমরা গভীরভাবে দেখছি। আমরা খুব স্বল্প সময়ে উদ্যোগ নেব। যাঁরা মাজারে হামলার শিকার হয়েছেন, তাঁরা যেন ন্যায়বিচার পান, সে বিষয়ে সরকারের নজর রয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেশে যে উত্তেজনা উন্মত্তা রয়েছে। এ বিষয়ে সব রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারের সঙ্গে বসে সমাধান করতে পারব। আমরা সবার সমর্থন কামনা করছি।’
এ ছাড়া সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা ইসকন নিষিদ্ধের ব্যাপারে যে দাবি উঠেছে, সে বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে।
চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও এক আইনজীবী নিহত হওয়ার পর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ করার দাবি উঠেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো সংস্থা নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেক উঠতে পারে, দাবির স্বপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে।
ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ জড়িয়ে ফেলা হচ্ছে না মন্তব্য করে রিজওয়ানা হাসান বলেন, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অপরাধী হতেও পারেন, নাও হতে পারেন। সেটা আদালত দেখবেন।
সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মাহফুজ আলম। তবে অভিযোগের বিষয়টি তিনি উল্লেখ করেননি।
শিক্ষার্থীদের মধ্যে বিরোধ থাকলে আলোচনায় সমাধান
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মানুষ তাঁদের প্রতি আস্থার জায়গা খুঁজে পেয়েছেন। ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত নয়, যেটা আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার জন্য আমরা যে লড়াইয়ে শামিল হয়েছি, সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে। শিক্ষার্থীদের প্রতি জাতি যে আস্থা ও ভরসা রেখেছে, তা যেন অক্ষুণ্ন থাকে, যেন আরও বাড়ে এবং সুদৃঢ় হয়—সে জন্য যেকোনো বিরোধ, সমস্যার সমাধান সরকারের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীসহ সবাই করেন।
সমন্বয়কদের গাড়িতে হামলা হালকাভাবে দেখার সুযোগ নেই
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি কয়েকবার ট্রাকের ধাক্কা দেওয়ার বিষয়ে জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সমন্বয়কদের ওপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, তাঁদের বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকের স্বার্থে লাগবে। তাঁদের নিরাপত্তা বিষয়টি কেবিনেটে আলোচনা হয়েছে।
সারা দেশের আদালতের নিরাপত্তার বিষয়টি গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘সবাইকে সংযত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। হয়তো আপনার দাবি যুক্তিযুক্ত; কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি, ধ্বংসাত্মক হয়ে যায়, সে ক্ষেত্রে আপনার ন্যায় দাবিও পূরণ করতে পারবেন না। আজকে প্রধান বিচারপতিও উদ্বেগ জানিয়েছেন। আমরা সবাইকে বলব, এ জাতীয় ধ্বংসাত্মক ও অবমাননামূলক কাজ থেকে বিরত থাকুন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ
বাসস জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। কারণ তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত।
প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার ঢাকায় তাঁর কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’
প্রধান উপদেষ্টা এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা আবু সাঈদের মা-বাবার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।