হোম > জাতীয়

মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি ও ১৫ রোহিঙ্গা আটক

১১ ডিসেম্বর অভিযান চালিয়ে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। প্রতীকী ছবি

পোশাক কারখানায় অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ এবং দুই সপ্তাহের নজরদারির পর গত ১১ ডিসেম্বর চেরাসের পোশাক কারখানায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযান চলাকালে ৪৬ বছর বয়সী একজন বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়, তিনি ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি অবৈধ অভিবাসীদের নিয়োগ দিচ্ছিলেন। এ ছাড়া, ৩৪ জন বাংলাদেশি পুরুষ এবং ১৫ জন মিয়ানমারের (রোহিঙ্গা) নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পোশাককর্মী হিসেবে কাজ করছিলেন বলে ধারণা অভিবাসন কর্তৃপক্ষের।

কোম্পানিটি প্রায় দুই বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছিল বলে তদন্তে জানতে পেরেছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান বলেন, অভিযানে প্রায় ৪০টি টাইম কার্ড এবং বিভিন্ন সেলাই মেশিন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সবাইকে আরও তদন্তের জন্য বুকিত জলিল ডিপোতে পাঠানো হয়েছে।

প্রশাসন গোছাচ্ছে সরকার

‘মুজিববর্ষ’ ও ‘ম্যুরাল’ নির্মাণে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়ের অনুসন্ধানে দুদক

রাজউকের সাবেক চেয়ার‍ম্যান সিদ্দিকুরের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

আরও বাংলাদেশি কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ

‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বিমসটেক অঞ্চলে কাজ করার সুযোগ রয়েছে’

রাজস্বের লক্ষ্যমাত্রা: আইএমএফের শর্ত ৫৭ হাজার কোটি টাকা, এনবিআরের সক্ষমতা ৮ হাজার

প্রথমবারের মতো নববর্ষ উদ্‌যাপনে যুক্ত হচ্ছে ব্যান্ড মিউজিক

এসএসসি পরীক্ষা ঘিরে যে নির্দেশনা দিল ডিএমপি