Ajker Patrika
হোম > জাতীয়

মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি ও ১৫ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক    

মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি ও ১৫ রোহিঙ্গা আটক
১১ ডিসেম্বর অভিযান চালিয়ে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। প্রতীকী ছবি

পোশাক কারখানায় অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ এবং দুই সপ্তাহের নজরদারির পর গত ১১ ডিসেম্বর চেরাসের পোশাক কারখানায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযান চলাকালে ৪৬ বছর বয়সী একজন বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়, তিনি ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি অবৈধ অভিবাসীদের নিয়োগ দিচ্ছিলেন। এ ছাড়া, ৩৪ জন বাংলাদেশি পুরুষ এবং ১৫ জন মিয়ানমারের (রোহিঙ্গা) নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পোশাককর্মী হিসেবে কাজ করছিলেন বলে ধারণা অভিবাসন কর্তৃপক্ষের।

কোম্পানিটি প্রায় দুই বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছিল বলে তদন্তে জানতে পেরেছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান বলেন, অভিযানে প্রায় ৪০টি টাইম কার্ড এবং বিভিন্ন সেলাই মেশিন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সবাইকে আরও তদন্তের জন্য বুকিত জলিল ডিপোতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৪টি স্থলবন্দর বন্ধের সুপারিশ

৬৫৩১ শিক্ষক নিয়োগের ফল বাতিলের রায়ের বিরুদ্ধে আবেদন শুনানি আগামীকাল

কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা

শপথ নিলেন পিএসসির সাত সদস্য

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানি ৮ মে

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

বাস রিকুইজিশন নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেতনাবিরোধী, জন্মলগ্নেই এনসিপির ক্ষমতার অপব্যবহার: টিআইবি

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত