রাজবাড়ীতে শোয়ার ঘর থেকে এক প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলিজয়পুর গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ওই নারীর নাম সালমা খাতুন (২৮)। তিনি ওই গ্রামের প্রবাসী আজাদের স্ত্রী।
স্থানীয়দের বরাতে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঈদের দিন রাতে দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমাতে যায় সালমা। সকালে তাঁর শাশুড়ি ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখতে পান বিছানার ওপর সালমার গলায় ওড়না প্যাঁচানো মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।