সপ্তদশ শতকের আগে ঢাকাকে রক্ষার জন্য তিনটি জলদুর্গ নির্মিত হয়েছিল। একটি সোনাকান্দা দুর্গ, দ্বিতীয়টি ইদ্রাকপুর দুর্গ আর তৃতীয়টি ছবির হাজিগঞ্জ দুর্গ। নারায়ণগঞ্জের হাজিগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে স্থাপিত দুর্গটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। ধারণা করা হয়, সুবাদার ইসলাম খান ঢাকায় মোগল রাজধানী স্থাপনের পরপর নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য দুর্গটি নির্মিত হয়। নির্মাণকালে হাজিগঞ্জ দুর্গটি শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে ছিল। তবে এখন নদী বেশ খানিকটা পূর্ব দিকে সরে গেছে। ১৯৫০ সালে দুর্গটিকে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পরে একে বিভিন্ন পর্যায়ে সংস্কার করা হয়।
ছবি: সংগৃহীত