মুগ্ধতা ছড়াচ্ছে সিলেটের জৈন্তাপুরের লাল শাপলার রাজ্য ডিবির হাওর। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের পাদদেশের ওই এলাকায় প্রতিদিন কাকডাকা ভোরে ছুটে আসছে পর্যটকেরা। ছবি তুলেছেন মো. রেজওয়ান করিম সাব্বির।
সিলেটের জৈন্তাপুরের লাল শাপলার রাজ্যে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
সিলেট নগরের সোবহানীঘাট থেকে জাফলংগামী বাসে করে যাওয়া যাবে জৈন্তাপুর বাজারে। সেখান থেকে ব্যাটারিচালিত টমটম বা সিএনজিচালিত অটোরিকশায় সরাসরি চলে যেতে পারবেন এই শাপলার রাজ্যে।
শরতের শেষ দিকে সিলেটের জৈন্তাপুরের ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল, কেন্দ্রী বিলসহ ৯০০ একর এলাকাজুড়ে ফোটে লাল শাপলা।
পানির ওপর ভেসে থাকা লাল শাপলার গালিচা মন জয় করে নিয়েছে পর্যটকদের। ডিবির হাওরে পরিবার-পরিজন নিয়ে আসছেন অনেকেই।