হোম > ছবি

অসহায় আত্মসমর্পণে চ্যাম্পিয়নস ট্রফি শেষ বাংলাদেশের

দুবাইয়ে ভারতের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে করেছেন ফিফটি। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৫ বলে ৪৫ রান করে হয়েছেন রান আউট। জাকেরের রান আউটই যে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার প্রতিচ্ছবি। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে নিউজিল্যান্ডকে হারানোর কোনো বিকল্প ছিল না বাংলাদেশের জন্য। তবে রাওয়ালপিন্ডিতে গতকাল ব্যাটিং সহায়ক উইকেটে প্রথমে ব্যাটিং পেয়ে নাজমুল হোসেন শান্তর দল করেছে ৯ উইকেটে ২৩৬ রান। বোলিংয়ে শুরুটা ভালো হলেও সেটা কিউইদের কোনো বিপদে ফেলতে পারেনি। নিউজিল্যান্ড ২৩ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। চলুন ছবিতে ছবিতে দেখে নিই বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে কী কী ঘটেছে।

২৩৬ রান করে সেটা ডিফেন্ড করার মতো শুরু পেয়েছিল বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই নিউজিল্যান্ডের ব্যাটার উইল ইয়াংকে ফেরানোর পর তাসকিন আহমেদ এভাবেই উল্লাস করেছেন। ছবি: এএফপি

আইসিসি ইভেন্টে গতকালই প্রথমবারের মতো খেলতে নেমেছেন নাহিদ রানা। অসাধারণ এক ডেলিভারিতে কেইন উইলিয়ামসনের উইকেট তুলে নিয়েছেন নাহিদ। বাংলাদেশের তরুণ পেসারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকার থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটাররা। ছবি: এএফপি

নিউজিল্যান্ডকে গতকাল হারাতে পারলেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের দৌড়ে টিকে থাকত বাংলাদেশ। রাওয়ালপিন্ডির গ্যালারিতে দেখা গেছে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের ভিড়। যদিও শেষ পর্যন্ত হতাশায় মাঠ ছেড়েছেন তাঁরা। ছবি: এএফপি

রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের মাঝেই মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। রাচীন রবীন্দ্রর দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ হয়েই হয়তো মাঠে এসে পড়েছেন সেই ভক্ত। ওয়ানডে ক্যারিয়ারের চার সেঞ্চুরির চারটিই রাচীন করেছেন আইসিসি ইভেন্টে। বাংলাদেশের বিপক্ষে ১০৫ বলে ১২ চার ও ১ ছক্কায় ১১২ রান করেছেন তিনি। ছবি: এএফপি

১০ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। যার মধ্যে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের উইকেট। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ব্রেসওয়েল। ছবি: এএফপি

দিনের ছবি (১৭ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১৬ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১৫ ডিসেম্বর, ২০২৫)

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনের ছবি (১৪ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১৩ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১২ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১১ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১০ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০৯ ডিসেম্বর, ২০২৫)