হোম > ছবি

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত

ভারতের জয়রথ ছুটছেই। টানা ৬ ওয়ানডে জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠল ভারত। ছবি: এএফপি

দুবাইয়ে গতকাল ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ছিল ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ভারত হাঁসফাঁস করতে থাকে নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রান করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। রান তাড়া করতে নেমে ৪৪.৩ ওভারে ২০৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৪৪ রানে জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠল ভারত। চলুন ছবিতে ছবিতে দেখে নেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কী কী ঘটেছে।

বাজপাখির মতো উড়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ ধরেছেন গ্লেন ফিলিপস। গুলির বেগে শট মেরেও ক্যাচ আউট হওয়ায় রীতিমতো তাজ্জব বনে গেলেন বিরাট কোহলি। ছবি: এএফপি
সাত নম্বরে নেমে ৪৫ বলে ৪৫ রান করেছেন হার্দিক পান্ডিয়া। তাঁর এই ব্যাটিংয়েই ভারত ২৫০ রানের লক্ষ্য দিতে পারে নিউজিল্যান্ডকে। ছবি: এএফপি
৩০০তম ওয়ানডে খেলতে নেমে ব্যর্থ বিরাট কোহলি। ১৪ বলে করেছেন ১১ রান। তবে ফিল্ডিংয়ে ছিলেন দুর্দান্ত। ওয়ানডেতে এখন পর্যন্ত ১৫৯ ক্যাচ ধরে তিনে আছেন ভারতীয় এই তারকা। ছবি: এএফপি
সুইপ খেলতে গিয়ে বুকে বল লেগে ব্যথা পেয়েছেন কেইন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৮১ রান করেছেন তিনিই। ১২০ বলের ইনিংসে মেরেছেন ৭ চার। ছবি: এএফপি
থার্ড ম্যান থেকে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরেছেন অক্ষর প্যাটেল। কেইন উইলিয়ামসনের উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা এক রকম শেষ করে দিয়েছেন অক্ষর। ছবি: এএফপি
ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ইনিংসে ৫ উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী। ১০ ওভারে ৪২ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। ছবি: এএফপি

দিনের ছবি (১৭ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১৬ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১৫ ডিসেম্বর, ২০২৫)

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনের ছবি (১৪ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১৩ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১২ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১১ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (১০ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০৯ ডিসেম্বর, ২০২৫)