হোম > রাজনীতি

জুলাই ঘোষণাপত্র: ৬ দিন জনসংযোগ করবে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৩: ৪৮
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১৪: ৪০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণকে সচেতন করতে সারা দেশে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জনসংযোগের অংশ হিসেবে সারা দেশে সমাবেশ, লিফলেট বিতরণ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা।

আজ শনিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, ‘অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, সব পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে।’

হাসনাত আরও বলেন, ‘গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ সরকার এখনো নেয়নি। সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমাদের আহ্বান থাকবে, সরকার শিগগির কাজ শুরু করবে। সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, সহমুখপাত্র সালেহ উদ্দিন সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

খালেদা জিয়াকে বহনকারী গাড়ি চাকায় সোহেলের পায়ে চোট

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া: বিমানবন্দরে মির্জা ফখরুল

ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

দেশ ও মানুষের মঙ্গলের জন্য খালেদা জিয়ার সুস্থতা জরুরি: জি এম কাদের