নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমাজতন্ত্রের পতাকা হাতে বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াইয়ের পাশাপাশি জাসদ পাকিস্তানপন্থার রাজনীতি প্রতিহত করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি হাসানুল হক ইনু।
আজ শনিবার ঢাকাসহ সারা দেশে সকল জেলা-উপজেলায় একযোগে মশাল মিছিল করে দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী কর্মসূচি শুরু করেছে দলটি। এ উপলক্ষ্যে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদ ঢাকা মহানগরের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে এ কথা জানান ইনু।
হাসানুল হক ইনু বলেন, সমাজতন্ত্রের পতাকা হাতেই বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াইয়ের পাশাপাশি অস্বাভাবিক সরকার আনা, তালেবানি সরকার আনা, পাকিস্তানপন্থার রাজনীতি ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা চাপিয়ে দেওয়ার জন্য বিএনপি-জামাত এবং তাদের অংশীজনদের অপরাজনীতিও রাজনৈতিকভাবে মোকাবিলা করবে জাসদ।
এ সময় তিনি জাসদের নেতা-কর্মীদের শোষিত, বঞ্চিত, নিরুপায়, অসহায় মানুষ, নারী, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী জনগণের কণ্ঠস্বর হওয়ার এবং জাতীয় রাজনীতিতে তাদের পক্ষে ভারসাম্য তৈরি করার জন্য সাহসের সঙ্গে রাজনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান। তিনি শহীদ কাজী আরেফ আহমেদ, শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম, শহীদ ডা. মিলন, শহীদ শাহজাহান সিরাজসহ দলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। আগামী ৩১ অক্টোবর দলটির ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী। দলের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী মহাসমারোহে উদ্যাপনের জন্য ঢাকাসহ জেলা-উপজেলায় জনসভা, আলোচনাসভা, পথসভা, সমাবেশ, মশাল মিছিল, মিছিল, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।