নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধুকে সাধারণ মানুষ ভালোবাসতেন। তাঁর কন্যা শেখ হাসিনাও সাধারণ মানুষের ভালোবাসায় বেঁচে আছেন। জনগণের বিপরীতে যাদের অবস্থান, তারা শেখ হাসিনাকে জনগণ থেকে আলাদা করার ষড়যন্ত্র করছে। বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, হচ্ছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটসংলগ্ন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএসআরসি) মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি (বিএইএ)।
ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রী দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা যারা নির্বাচন করি এবং এলাকায় যাই লাল-সবুজের ঘর থেকে বেরিয়ে মানুষ যে বেহেশতের হাসি দেয়, তখন মনে হয় মানুষের এমন হাসি দেখতেই বোধয় এত দিন রাজনীতি করেছি।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘বঙ্গবন্ধুকে কারা হত্যা করল, কী কারণে হত্যা করল—তা অনুধাবন করা জরুরি। আমরা এত এত মিথ্যার মধ্যে বাস করি। বঙ্গবন্ধুকে না জানলে, তাঁকে নির্মোহভাবে অনুধাবন না করলে সেই মিথ্যা থেকে আমাদের মুক্তি ঘটবে না।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অনেকে মিথ্যাচার করেন বঙ্গবন্ধু নাকি প্রশাসনিকভাবে ব্যর্থ ছিলেন। যদি তা-ই হতো, তাহলে মাত্র তিন বছর সাত মাসে এত কাজ করতে পারতেন না। এতটুকু সময়ে তিনি যা করেছেন, তা অকল্পনীয়।’
সংগঠনের সভাপতি ও সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সুভাষ সিংহ রায়, কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক মিজানুল হক কাজল প্রমুখ।